ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৭৫টি কেন্দ্রে করোনার গণটিকা দেওয়া হবে। এরমধ্যে প্রতি ওয়ার্ডে ৯টি করে কেন্দ্রে গণটিকা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রতি কেন্দ্রে ৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। সবমিলিয়ে তিন লাখ ৩৭ হাজার ৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।