আজ শহীদ রাউফুন বসুনিয়ার শাহাদাত বার্ষিকী।১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধী মিছিলে এরশাদ সরকারের পেকুয়া বাহিনী গুলি করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ও তৎকালীন জাতীয় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক শাহাদাত বরণ করেন।
তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকলকে দোয়া করার আহ্বান জানিয়েছেন শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সভাপতি এডভোকেট সাবেক ছাত্র নেতা রেজাউল করিম হিরন, সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ বিএসপির সাধারন সম্পাদক, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক ও জেএটিভির চেয়ারম্যান এম.জি. কিবরিয়া চোধুরী, নাহিন বসুনিয়া,ডাকসুর সবেক সদস্য শফিকুল আলম বরকত,সাবেক মন্ত্রী আবদুর রহমান, সবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক ছাত্র নেতা মো: শাহজালাল, সাবেক ছাত্র নেতা ফজলুল হক, সাবেক ছাত্র নেতা আলী হোসেন লিটন, সাবেক ছাত্র নেতা আশেক খান, সাবেক ছাত্র নেতা আক্তার হোসেন, সাবেক ছাত্র নেতা বাহলুল মজনুন চুন্নু, সাবেক ছাত্র নেতা এতে হাসেম চৌধুরী, সাবেক ছাত্র নেতা মুজিবুর রহমান স্বপন,সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা বৃন্দ শহীদ রাউফুন বসুনিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি দলকে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করা সম্ভব হয়নি। সংসদের পক্ষ থেকে দুঃখ্য প্রকাশ করা হয়েছে।