1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

শিক্ষা খাতের বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ : শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা খাতের বিনিয়োগ হচ্ছে শ্রেষ্ঠ বিনিয়োগ। তাই মহান স্বাধীনতার পর দেশ গড়ার স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, শিক্ষ াখাতে জিডিপির ৪ শতাংশ বিনিয়োগ করতে হবে। যা তখন বিশ্বের অন্য যেকোনো রাষ্ট্রনায়ক বা চিন্তাশীলগণ বলেননি। আজ তাই জাতির পিতার সেই স্বপ্ন পূরণে আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন বছর উদযাপন ও নবীনবরণ অনুষ্ঠানে আজ ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। তাই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিস্তারে দেশের জন্য কাজ করছেন। যার ফলে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো সারাদেশে উচ্চ শিক্ষাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাছিম আখতার। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার প্রকৌশলী আব্দুল হাই।
অনুষ্ঠানে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম চৌধুরীসহ আরো বেশ কয়েকজন অতিথি, শিক্ষার্থী ও অভিভাবক বক্তব্য রাখেন।

২০২০ সালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও চলতি বছরের মাঝামাঝিতে অস্থায়ী ক্যাম্পাসে তার একাডেমিক কার্যক্রম শুরু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি