1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:১২ অপরাহ্ন

শিল্পকলায় সায়ানের একক কনসার্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

তার গান কেবলই গান নয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষাও। গানে গানে তিনি যেমন প্রেম বিরহের কথা বলেন তেমনি  উস্কে দেন বিদ্রোহ, প্রতিবাদ। তিনি সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। প্রায় দুই বছর পর কোনো একক কনসার্টে গাইবেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।

আগামী ২২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘গানে গানে সায়ান’ শীর্ষক আয়োজনে গাইবেন তিনি।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এদিন সন্ধ্যায় ৬টায় শো শুরু হবে। দুই ঘণ্টারও বেশি সময় ধরে গাইবেন সায়ান। বেশ কয়েক বছর পর তাঁকে কোনো একক শোতে পাওয়া যাবে।
কনসার্ট নিয়ে সায়ান বলেন, ‘আজব কারখানার আয়োজনে অনেক অনেক দিন পর একটা একক গানের আসরে গান গাইব। অনেক কিছু হলো এর মাঝে। গানের মানুষ হিসেবেই সেই সব তীব্র সময়ের দুঃখ, বেদনা আবার নতুন দিনের আশা-আকাঙ্ক্ষার আবেশ নিয়েই হাজির থাকতে চাই সেই আসরে। আপনাদের সঙ্গ সব সময়ই আমার শক্তি।’
গত বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে একক শো করেছেন সায়ান। এর ভেতর দেশে আর কোনো একক শো করেননি তিনি।
‘আবরার ফাহাদ’ থেকে ‘আমার নাম প্যালেস্টাইন’ কিংবা ‘কালো মানুষ’; বাংলাদেশ ছাপিয়ে বিশ্বজুড়ে চলা অন্যায়ের প্রতিবাদে গান করেছেন তিনি।
প্রতিবাদের গানের পাশাপাশি ‘তার চেয়ে মেনে নাও’, ‘হঠাৎ করেই চোখ পড়েছে’, ‘এক হারিয়ে যাওয়া বন্ধু’, ‘মুখোশ’, ‘ফিরতে ঘরে ভয়’-এর মতো প্রেম ও বিরহের গানও করেছেন তিনি।
কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডটকমে। তিন ধরনের টিকিটের মূল্য ৫০০, ৭০০ ও ১০০০ টাকা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি