কাশিমপুর কারাগারের জেলার মো. আবু সায়েম জানান, নিরাপত্তার স্বার্থে রফিকুল ইসলাম মাদানীকে শনিবার বেলা ১২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ আনা হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন রফিকুল। এসব অভিযোগে বুধবার গভীর রাতে র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে গাছা থানায় একটি মামলা করেন। বৃহস্পতিবার রফিকুলকে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে বুধবার ভোরে গ্রামের বাড়ি নেত্রকোনা থেকে রফিকুল ইসলামকে আটক করে র্যাব। গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরুদ্ধে বিক্ষোভকালে তাকে আটক করেছিল পল্টন থানা পুলিশ। পরে মুচলেকায় ছাড়া পান তিনি। সম্পাদনা : ইসমাঈল ইমু