দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার পিতার মতো এ দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে অপূর্ণ স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সে স্বপ্নের বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। তার সুদক্ষ নেতৃত্বেই প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত ডিজিটাল বাংলাদেশ। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সকল
মানুষের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। দেশে আর একটি মানুষও গৃহহীন
থাকবে না। সবার জন্য মাথা গোঁজার ঠাই নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার বিকেলে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় ও দুঃখী
নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য বসতঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে
এসব কথা বলেন এমপি গোপাল।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা
স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আযম, উপজেলা আওয়ামী লীগের
যুগ্ম সাধারন সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার,
উপজেলা প্রকৌশলী নিমাই চন্দ্র বৈষ্ণব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লা
প্রমূখ।
এদিকে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে জন সৃজন ইনিস্টিটিউট (সিডিএ)
আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল
গোপাল।