মোঃ সাজিদুর রহমান, জেলা প্রতিনিধি, শেরপুর: শেরপুরে নিখোঁজের সাত দিন পর কলেজছাত্র সুমন মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, সুমনের প্রেমিকা আন্নি আক্তারের আরেক প্রেমিক রবিনের বাড়ির উঠান থেকে মাটি চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ১১ নভেম্বর (সোমবার) দিবা গত রাত ১ টার দিকে সুমনের মরদেহের সন্ধান পাওয়া যায়। সুমন(১৭) শেরপুর শহরের কসবা বারাকপাড়া এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গত ৪ নভেম্বর কলেজ ক্যাম্পাস থেকে বাড়ি ফেরার পথে সুমন মিয়া শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে অপহৃত হন। পরে সুমনের নিখোঁজের ঘটনায় থানায় প্রথমে সাধারণ ডায়েরি এবং পরে আন্নি ও তাঁর বাবা আজিম উদ্দিন মাস্টারসহ কয়েকজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন সুমনের বাবা নজরুল ইসলাম।
পরে, স্থানীয় জনগণ ও সুমনের পরিবার পুলিশের কাছে সুমনকে উদ্ধারের জন্য দাবি জানায়।
পুলিশের তৎপরতায় রোববার (১০ নভেম্বর) আন্নি ও মো. আজিম উদ্দিনকে গ্রেফতার করা হয় এবং মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আন্নির আরেক প্রেমিক রবিন ওরফে রনিকে ময়মনসিংহ থেকে আটক করা হয়। রবিনের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির উঠান খুঁড়ে সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত চলছে। প্রেমঘটিত এই বিরোধের কারণেই সুমনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে আসল রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।