জেলা প্রতিনিধি, শেরপুর: শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এ ঘটনায় নিহতরা হলেন, গৌরীপুর মহল্লার মৃত মৌলভী আজহার আলীর ছেলে ট্রলিচালক মিজানুর রহমান (৩৫) ও একই মহল্লার দেলোয়ার হোসেন মিন্টুর ছেলে শ্রাবন (২২)।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লার দুই দল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে শাপলা চত্বরে কথা কাটাকাটি হয়। একে কেন্দ্র করে খোয়ারপাড় ও গৌরিপুর এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই জের ধরে সোমবার রাত সাড়ে ১০টার দুই পক্ষই খোয়ারপাড় মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করে। এসময় কয়েক দফায় সংঘর্ষে স্থানীয় খোয়ারপাড় মোড়ে দোকানপার্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
একপর্যায়ে উভয় এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়লে গৌরিপুর এলাকার মিজানুর রহমান মারা যান। এসময় আরও অন্তত ২০ জন আহত হন। আহত শ্রাবনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে সেখানেই সে মারা যান। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সেনাবাহিনী এবং পুলিশ সংঘর্ষের এলাকায় টহল দেওয়ায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দু’জন নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।