রায়হান পারভেজ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে চাকুর ভয় দেখিয়ে ৫৭ বছর বয়সী এক বৃদ্ধাকে তার দেবর কর্তৃক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত ২৬ জুন উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২রা জুন) রাতে ধর্ষক মো, খলিলুর রহমান মন্ডল (৪৮) খলিলেল বিরুদ্ধে শেরপুর থানায় একটি ধর্ষণের এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী বৃদ্ধা। ধর্ষক খলিল পুরাতন পানিসাড়া গ্রামের মৃত ফছির উদ্দিনের ছেলে এবং সম্পর্কে ভুক্তভোগীর দেবর। এছাড়াও গত সোমবার (১লা জুলাই) ধর্ষক খলিলের বিরুদ্ধে থানায় আরেকটি শ্লীলতাহানির অভিযোগ দিয়েছেন সম্পর্কে খলিলের ভাতিজা বউ।
এজাহার সুত্রে জানাগেছে, প্রায় আট বছর পূর্বে মারা গেছেন ভুক্তভোগীর স্বামী। খলিল এবং ভুক্তভোগীর বাড়ি পাশাপাশি হওয়ায় বেশ কিছু দিন যাবত তাকে বিভিন্ন সময় নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল খলিল। এতে সে রাজি না হওয়ায় বিভিন্ন ভয়ভীতি দেখানো শুরু করে সে। এমতাবস্থায় গত ২৬ জুন ভুক্তভোগীর পরিবারের লোকজন বাড়িতে না থাকায় সকাল ১০ টায় ভুক্তভোগীর নিজ বাড়িতে জোড় পূর্ব্বক তাকে ধর্ষন করে।
সরেজমিনে গেলে ভুক্তভোগী বৃদ্ধা কান্নাজড়িত কন্ঠে বলেন, ঘটনার সময় খলিলকে অনেক আকুতিমিনতি করে তিনি বলেছেন, সে বৃদ্ধা হয়ে গেছে, তার নাতিনাতনি হয়েছে। কোনোভাবে এ ঘটনা প্রকাশ পেলে সে কাউকে মুখ দেখতে পারবেনা। কিন্তু খলিল কোনকিছু না শুনে তাকে জোড় পূর্ব্বক ধর্ষণ করে এবং ঘটনা প্রকাশ করলে তাকে এবং তার ছেলেকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়।
তিনি আরও বলেন, আমরা নিরাপত্তাহীনতায় আছি। খলিল যেকোনো সময় অঘটন ঘটাতে পারে। তাছাড়াও আমার আর মানসম্মান বলে কিছু নাই। আমি তার উপযুক্ত শাস্তি চাই।
ওই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা এই প্রতিবেদককে জানান, খলিল খুব খারপ প্রকৃতির মানুষ। রাতের বেলা সে চাকু নিয়ে ঘোরাফেরা করে। ভয়ে তার সাথে কেউ কথা বলার সাহস পায়না। এছাড়াও তার জন্য গ্রামের কেউ জানালা খুলে ঘুমাতে পারেনা। কারণ জানালা খোলা রাখলে সে জানালা দিয়ে ঘুমন্ত মেয়েদের নানাভাবে বিরক্ত।
ঘটনার সত্যতা স্বিকার করে বিশালপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমি শুনেছি খলিল খারাপ প্রকৃতির মানুষ। সে রাতে ঘুমন্ত মেয়েদের নানাভাবে বিরক্ত করে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, রেজাউল করিম বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারী পরিক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। খুব তাড়াতাড়ি আসামিকে গ্রেফতার করা হবে।