শেরপুরঃ শেরপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে মো. জালাল উদ্দিন (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৪ এপ্রিল শনিবার দুপুরে শহরের কসবা কাঠগড় এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। মাদক ব্যবসায়ী জালাল উদ্দিন স্থানীয় মৃত কালু সেকের ছেলে। জানা যায়, জালাল উদ্দিন দীর্ঘদিন যাবত মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত ছিলেন। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মাহমুদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হক ও উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান মাদক বিক্রেতা জালাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। ওইসময় জালাল উদ্দিনকে ১৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জালাল উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৯ (১) এর ৩৬ (১) ধারায় দোষী সাব্যস্ত করে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন। পরে দণ্ডিত মাদক ব্যবসায়ী জালাল উদ্দিনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মাহমুদ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগেও তাকে আটক করা হয়েছিলো। কিন্তু তাতেও সে সংশোধন না হওয়ায় তাকে ওই সাজা দেওয়া হয়েছে।