শেরপুর প্রতিনিধিঃ শেরপুর প্রেসক্লাব (একাংশ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের জি-7 হোটেলের দ্বিতীয় তলায় এ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার এসএম শহিদুল ইসলাম ভিপি।
শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি মাছরাঙা টেলিভিশন ও দৈনিক খবরের জেলা প্রতিনিধি আবুল হাশিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জল।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি ও দৈনিক তথ্যধারার চীফ রিপোর্টার আছাদুজ্জামান মুরাদ, সিনিয়র সদস্য ও সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক দৈনিক জনতার জেলা প্রতিনিধি জিএইচ হান্নান, দপ্তর সম্পাদক ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মারুফুর রহমান, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক আবু হানিফ নোমান, হারুনুর রশীদ হারুন, সাইদুর রহমান আপন, সাজিদুর রহমান সাজিদ, রুমান আহমেদ, মোঃ ওসমান গণি প্রমুখ।
এসময় শেরপুর প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এসএম শহিদুল ইসলাম বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। সবাইকে একত্রে নিয়ে ইফতার করার এই প্রয়াস নিঃসন্দেহে মহৎ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নৈতিকতা ও পেশাগত আচরণ বজায় রেখে জনস্বার্থে কাজ করা এবং কোনো চাপের কাছে মাথা নত না করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আদিল মাহমুদ উজ্জল বলেন, “একটি সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি তার সত্য। বিগত সময়ে যেসব সাংবাদিকরা তাদের প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দায়িত্ব এই সত্যকে এগিয়ে নিয়ে যাওয়া।”
আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক মো. হারুনুর রশীদ।