1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

শেষ ওভারে নায়ক বরুণ, হায়দরাবাদকে হারালো কলকাতা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ টপকাতে শেষ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের দরকার ছিল মাত্র ৯ রান। ক্রিজে ছিলেন সেট ব্যাটার আব্দুল সামাদ। ফলে জয়ের সম্ভাবনাও ছিল হায়দরাবাদের দিকে। সেখানেই বাজিমাত বরুণ চক্রবতীর। মাত্র তিন রান খরচ করে ফিরিয়েছেন সামাদকে। ফলে সানরাইজার্সদের বিপক্ষে ৫ রানে জয় পেয়েছে রাইডার্সরা।
হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় কলকাতা। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে নিতিশ রানার দল। জবাবে ব্যাটে নেমে ৮ উইকেটে ১৬৬ রানে থামে স্বাগতিকদের ইনিংস। এ নিয়ে ১০ ম্যাচে ৪ জয়ে টেবিলের আটে কলকাতা। একম্যাচ কম খেলে ৩ জয়ে নয়ে হায়দরাবাদ।
হায়দরাবাদের মাঠে শুরুটা ভালো হয়নি অতিথি দলের। ৩৫ রানেই কলকাতা হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেট জুটিতে ৬১ রান করেন নিতিশ রানা ও রিংকু সিং। ১১.২ ওভারে দলীয় ৯৬ রানে ফেরেন নিতিশ। ৩১ বলে ৪২ রান করেন রাইডার্স অধিনায়ক।
নিতিশ ফেরার পর একপ্রান্ত রিংকু আগলে রাখলেও ১৫১ রানে আরও তিন উইকেট হারায় সরকারী দল। ফেরেন আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও শার্দুল ঠাকুর। তাদের মধ্যে উল্লেখযোগ্য করেন কেবল রাসেল, ১৫ বলে ২৪।
ইনিংসের শেষ ওভারে আরও দুই উইকেট হারায় কলকতা। ১৯.২ ওভারে দলীয় ১৬৮ রানে ফেরেন রিংকু। ৩৫ বলে ৪৬ রান করেন তিনি। পরের বলে রানের খাতা না খুলেই ফেরেন হার্শিত রানা। শেষ অবধি কলকাতার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৭১ রান।
হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মার্কো জানসেন ও নাতারাজন। ভুবেনশ্বর কুমার, কার্তিক ত্যাগি, মার্করাম ও মায়াঙ্ক মার্কান্দে নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাটে নেমে শুরুটা খুব একটা খারাপ হয়নি স্বাগতিকদের। ২.৫ ওভারে ২৯ রানে ফেরেন মায়াঙ্ক আগারওয়াল। ১১ বলে ১৮ রান করেন তিনি। পরের ওভারেই ফেরেন অভিষেক শর্মা। ১০ বলে ৯ রান করেন অভিষেক। দলীয় ৫৩ ও ৫৪ রানে আরও দুই ব্যাটারকে হারায় হায়দরাবাদ। ৯ বলে ২০ রান করে ফেরেন রাহুল ত্রিপাঠী। রানের খাতা না খুলেই আউট হন হ্যারি ব্রুক।
৫ম উইকেট জুটিতে ৭০ রান যোগ করেন হেনরিক ক্লাসেন ও এইডেন মার্করাম। ১৪.১ ওভারে দলীয় ১২৪ রানে ফেরেন ক্লাসেন। ২০ বলে ৩৬ রান করেন তিনি। ১৬.৫ ওভারে ১৪৫ রানে ফেরেন মার্করাম। ৪০ বলে ৪১ রান করেন হায়দরাবাদ অধিনায়ক।
১৮.১ ওভারে ১৫২ রানে নামের সঙ্গে সুবিচার না করে ফেরেন মার্কো জানসেন। শেষ ওভারে দলকে জয়ের কাছাকাছি নিয়ে ফেরেন আব্দুল সামাদ। ১৮ বলে ২১ রান করেন তিনি। শেষ অবধি বরুণ চক্রবতীর নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে দলকে জয়ের নোঙরে পৌঁছাতে ব্যর্থ হন ভুবনেশ্বর কুমার ও মায়াঙ্ক মার্কান্দে। ৮ উইকেটে ১৬৬ রানে থামে স্বাগতিকদের ইনিংস।
কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন বৈভব আরোয়া ও শার্দুল ঠাকুর। হার্শিত রানা, আন্দ্রে রাসেল, অনুকুল রায় ও বরুণ নেন একটি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি