বিপজ্জনক হয়ে উঠতেই মোহাম্মদ রিজওয়ানকে ৪০ রানে ফেরান শহীদুল ইসলাম। তবে ওই ওভারেই দুটি ছক্কা মেরে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসেন হায়দার আলী। শেষ ৬ বলে পাকিস্তানের দরকার ছিল ৮ রান, মাহমুদউল্লাহর দ্বিতীয় ও তৃতীয় বলে সরফরাজ আহমেদ (৬) ও হায়দার আলীকে (৪৫) ফেরান। শেষ ৩ বলে ৮ রান লাগত, মাহমুদউল্লাহর হ্যাটট্রিক বলে ছক্কা মারেন ইফতিখার। পরের বলে মাহমুদউল্লাহ আউট করেন তাকে। শেষ বলে দরকার দুই রান। কিন্তু মোহাম্মদ নওয়াজ ওই একটি বলে চার মারলেন। তাতে ৫ উইকেটে ১২৭ রান করে পাকিস্তান। ৫ উইকেটে হেরে ৩-০ তে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
টসে জিতে ঘরের উইকেটে চেনা উইকেটে ১২৪ রানে স্বল্প পুঁজিতেই আটকে গেলো বাংলাদেশ। নাঈম শেখের ৪৭ রান ছাড়া আর কেউ নিজেকে মেলে ধরতে পারেনি। বাংলাদেশের ৭ উইকেটের ৪ জন পৌচ্ছাতে পারেনি দুই অংকের ঘরে।