শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুর নি:শর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে গাজীপুর জেলা যুবদলের নেতাকর্মীবৃন্দ। বুধবার (০১ মে) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় বিক্ষোভ করে তারা। গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম সরকার বিক্ষোভ মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন।
শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এরশাদ সরকার জানান, যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম সরকার, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাসুদ রানা, সৈয়দ করিম, আকতার হোসেন, অ্যাডভোকেট সোহেল রানা, বরমী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুহুল আমীন মোল্লা, মাওনা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক রোমান, তেলিহাটি ইউনিয়ন যুবদল নেতা সফিকুল ইসলাম মাতি, শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য আশরাফ মন্ডল, যুবদলের সদস্য রাকিবুল ইসলাম, মামুনুর রশীদ, বাদল মোল্লা, রাকিবুল হাসান শেখ, মাসুম আহম্মেদ, কিবরিয়া মিথেন, জাকির গোসেন রাজু, ফাহাদ শেখ, আরফি মোল্লা এবং বিজয়সহ উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা এ কর্মসূচী পালন করে।
পথসভায় যুবদল নেতারা তাদের বক্তব্য বলেন, জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে নেতৃত্ব থেকে যুবদল নেতাদের বিরত রাখা যাবে না। বরং এতে নেতাকর্মীদের ক্ষোভ ও প্রতিবাদের আকাঙ্খা আরও তীব্র থেকে তীব্রতর হবে। সুলতান সালাউদ্দিন টুকুকে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই মুক্ত করে আনা হবে।
উল্লেখ্য, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সোমবার (২৯ এপ্রিল) নিম্ন আদালতে জামিন চাইতে যান। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন মামলায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে সাড়ে সাত বছরের সাজা দেওয়া হয়।