1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন

শ্রীপুর থানা বিএনপির সদস্য সচিব মুন্সি রেজাউল করিমের কর্মকাণ্ডে বিভ্রান্তিতে নেতাকর্মিরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ বার দেখা হয়েছে

শ্রীপুর প্রতিনিধিঃ মাগুরা জেলার শ্রীপুর থানা বিএনপির সদস্য সচিব মুন্সি রেজাউল করিমের কর্মকান্ডে বিভ্রান্তিতে পড়েছে শ্রীপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

খোঁজ নিয়ে জানা যায়, ৫ ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরে হিংসাত্মক হয়ে উঠেছে শ্রীপুর থানা বিএনপি’র সদস্য সচিব মুন্সি রেজাউল করিম। পাঁচই আগস্ট এর পরে বিগত কয়েকদিনে মুন্সি রেজাউলের নেতৃত্বে বিভিন্ন ব্যক্তির মাছের ঘের দখলের চেষ্টা, বালু মহল দখলের চেষ্টা ও সেখান থেকে আর্থিক সুবিধা নেওয়া ও সাংবাদিককে হুমকি দেওয়াসহ বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের জন্য উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তার দখলদারিত্ব ও হুমকি ধামকির একাধিক কল রেকর্ড ও অভিযোগপত্র এই প্রতিনিধির হাতে এসেছে।

এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে সুবিধা দিয়ে আর্থিক লেনদেনেরও গুঞ্জন উঠেছে তার বিরুদ্ধে।

মুন্সী রেজাউল করিমের এই বিতর্কিত কর্মকান্ডে শ্রীপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভ্রান্তিতে পড়েছেন।

এ ছাড়াও শ্রীপুরে কর্মরত এক সাংবাদিককে গালাগালি করেছেন ও হুমকি দিয়েছেন এবং শ্রীপুরে ঢুকতেও নিষেধ করেছেন তিনি।

এ বিষয়ে, জানতে চাইলে মুন্সি রেজাউল করিম বলেন, আমি এখন ব্যস্ত আছি। আমি ঢাকাতে আছি আমার বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তাদের কাছে শুনে সঠিকটা লিখুন ।

এ বিষয়ে জানতে চাওয়া হলে, মাগুরা বিএনপির আহবায়ক আলী আহমেদ বলেন, শ্রীপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল মুন্সির বিরুদ্ধে কিছু অভিযোগ ও প্রমাণাদি আমাদের কাছে এসেছে। আমরা এই অভিযোগ ও প্রমাণাদির ভিত্তিতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটিকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি