1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬ তম বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত

সঞ্জয় বড়ুয়া, চট্টগ্রাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

হাটহাজারী ফতেয়াবাদ চৌধুরী হাট যোগসিদ্ধ মহাত্মা ব্রহ্মানন্দ পরমপরা পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬ তম শুভ আর্বিভাব উপলক্ষে শ্রী শ্রী গুরুপূজা,দীক্ষানুষ্ঠান,মানব জাতির মঙ্গল কামনায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ,মহাপ্রসাদ বিতরণ ও মঙ্গল প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত।
২১ নভেম্বর ২০২৪ ইংরেজি রোজ বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় স্বামী ব্রহ্মানন্দ,মুক্তাকেশী, রাম ঠাকুর, স্বামী জ্যোতিশ্বরানন্দ,আত্মানন্দ বিগ্রহে, নাগেশ্বর শিবালয়ে নাগেশ্বর শিব,লোকনাথ বাবা ও দক্ষীণেশ্বর কালী মাতা বিগ্রহে মালাদান প্রদান।
প্রধান ধর্মীয় আলোচক শ্রীশ্রী ব্রহ্মানন্দ যোগাশ্রমের অধ্যক্ষ ও শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রম ইউ.এ.ই প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজ।
শ্রীমৎ বীরেশ্বরানন্দ গিরি মহারাজ। শ্রীমৎ স্বামী জীবানন্দ গিরি মহারাজ শ্রীমৎ নারায়ণ ব্রহ্মচারী। শ্রীমৎ রাজেশ্বর ব্রহ্মচারী।
শ্রী মুনমুন শীল, প্রাক্তন পুলিশ পরিদর্শক শ্রী জয়দেব কুমার চৌধুরী।
শ্রী অনিক সিংহ (শৈশব), শ্রী রনি পালিত, শ্রী সুজিত শীল,শ্রী রঞ্জিত রায়,ইউপি সদস্য ইমন শীল (রবিন), শ্রীমতি রূপসী সিংহ প্রমূখ।
উক্ত মহতী অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার পূর্ণতা ভক্ত বৃন্দ সমবেত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি