রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে গত কয়েক মাস ধরে টালমাটাল শ্রীলঙ্কা। সংকটময় এই পরিস্থিতিতে দেশটিতে আসন্ন এশিয়া কাপ আয়োজন সম্ভব হবে কি না সেটা নিয়ে তাই অনিশ্চয়তা ছিল। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম জানিয়েছে, শেষ পর্যন্ত এশিয়া কাপ আয়োজনে অস্বীকৃতি জানিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) চিঠি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
ইতিপূর্বে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম আসন্ন এশিয়া কাপ শুরুর সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছিল। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা এশিয়ার ক্রিকেট মহাযজ্ঞের। তবে আয়োজক হিসেবে শ্রীলঙ্কার অনিশ্চয়তার কারণে এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি এসিসি।
শ্রীলঙ্কা চিঠিতে এসিসিকে জানিয়েছে, দেশটির বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার জন্য এখন এশিয়া কাপের মতো টুর্নামেন্ট আয়োজন করা তাদের পক্ষে সম্ভব হবে না।
শ্রীলঙ্কা অপারগতা জানানোর ফলে এখন নতুন আয়োজক খুঁজতে হবে এসিসিকে। শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন সম্ভব না হলে বাংলাদেশ এই টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত রয়েছে বলে শোনা গিয়েছিল। তবে শ্রীলঙ্কা এখন এশিয়া কাপ আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের দ্বারস্থ হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।