সংবাদপত্র সেবীদের নিয়ে অনেক সমালোচনা আছে। নেতিবাচক কথা ও কম নেই। কিন্তু এর মধ্যে৷ ও ভাল খারাপ আছে।
২৯মাসের বেতন না পেলেও ঢাকায় দুটি দালান ঘর বাড়ির মালিক আাছেন। আবার অনেক আছেন দিনে আনে দিনে খান।
মাসের বেতন না পেলে সংসার চলেনা এদের দেখার কেউই নেই। অথচ এরা সমাজে সবচেয়ে অবহেলিত। আবার সমাজে সবচেয়েপ উপরে।
এদের সংখ্যা বেড়ে গেছে। এদের জন্য কোন খবর নেই। কোন সহায়তা নেই। আজকের এই মহামারীর সময় এদের জন্য কোন উদযোগ নেই।
এ হলো সংবাদ সেবীদের অবস্থা। অথচ বড়গলায় আওয়াজ দিয়ে বলা হয় চার নং জায়গায় সংবাদ কমী সংবাদ পএ ।
সংবিধান অনুযায়ী ও সেটা । পোশাক সেবিদের জন্য সরকার আছ সাংবাদিকদের জন্য নেই। । সংবাদপএ মালিকদেরসংগঠন বাংলাদেশ সংবাদ পত্র পরিষদ বিএসপি থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে। কোন খবর মেলেনি। বেতন ভাতা না পেয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছে।
গত ১২ দিনে একজন সাংবাদিককে কেউ সহায়তা করেছেন এমন নজির নেই। কোন সংবাদ কমী সহায়তায় পেয়েছেন এমন খবরও আমরা পাইনি। সমাজ সরকার সবাই মিলে যার যার অবস্থানথেকে সংবাদ পএ সেবীদের পাসে দাঁড়ান। খুঁজে খুঁজে বের করুন সহায়তা করুণ