আরিফ আক্কাসের কারসাজিতে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
আবু তাহের বাপ্পা : ঘুপসি বিজ্ঞাপন এর মাধ্যমে মালামাল ক্রয় বিক্রয়সহ কাজের ভাগ বাটোয়ারার মাধ্যমে বছরে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে সড়ক ও জনপথ অধদপ্তরের নামে। এ নিয়ে নানা সময় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এ ধারা রোখার কথা বলেছেন সওজের দায়িত্বশীল কর্মকর্তারা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং ঘুপসি বিজ্ঞাপনের মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি ও মালমাল চুরি করে বিক্রি ও কাজ ভাগ বাটোয়ারার মাধ্যমে সরকারি অর্থ লোপাটের ব্যস্ত রয়েছে কিছু অসৎ কর্মকর্তারা।
সওজের সাথেযুক্ত একাধিক সূত্রমতে, সওজের সকল বিভাগেই ঘুপসির কালচার চালু থাকলেও এর শীর্ষে রয়েছে সওজের মেকান্যিকাল বিভাগের ইকুপমেন্ট শাখা । এ বিভাগের ঘুসপি বিজ্ঞাপণের বড় অংশই নিয়ন্ত্রণ করছেন নির্বাহী প্রকৌশলী মো.আরিফুর রহমান ও সহকারি প্রকৌশলী মো. আক্কাস আলী। সম্প্রতি এমন একটি বিষয় গণমাধ্যমের দৃষ্টিতে এসেছে।
প্রকাশিত ঐ নিলাম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মো. আকাশ আলী , উপসহকারি প্রকৌশলী,সরঞ্জন নিয়ন্ত্রণ বিভাগ সওজ ও নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান। ১ থেকে ১৭ নং সিরিয়াল সম্বলিত এ নিলাম বিজ্ঞপ্তি ঢাকার দৈনিক জনতা ও ইংরেজি দৈনিক নিউনেশনে ছাপা হয়েছে মর্মে দেখানো হলেও নির্ধারিত তারিখের ঐ পত্রিকা সংগ্রহ করে দেখা যাচ্ছে সেখানে এ ধরনের কোন নিলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে বিশেষ সূত্রের হাতে থাকা ঘুপসি কপি সংশ্লিষ্ট সুত্রের হাতে রয়েছে। এ দিকে সওজের একাধিক সূত্র নিশ্চিত করেছে আরিফ আকাশের এ সিন্ডিকেট কয়েকজন মুখ চেনা ঠিকাদারের মাধ্যমে সারা দেশে ঘুপসির মাধ্যমে সরকারের ব্যাপক রাজস্ব ফাকি দিয়ে চলেছে। সেই সাথে সরকারি মালামাল স্পেসিফিকেশনের ক্ষেত্রে ৫০ শতাংশই কম দেখিয়ে শতভাগই বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছে।
এ কাজে সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহরিয়ার জাতীয় অর্থনীতিকে বলেন, বিষয়টি তার জানা নেই। তবে তিনি অবশ্যই এ ব্যাপারে খোজ খবর নিবেন। আর অনিয়ম কিছু হয়ে থাকলে অপরাধের সাথে যুক্তদের বিষয়ে ব্যবস্থা নিবেন।