নিজস্ব প্রতিবেদকঃ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল আহমেদের বিষয়ে প্রাতিষ্ঠানিক অনিয়ম এর মাধ্যমে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠে, আজ মঙ্গলবার দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকায় “সওজ প্রকৌশলী সোহেল আহমেদের সম্পদের পাহাড় ” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। পত্রিকায় প্রকাশিত সংবাদের পূর্বে সওজ প্রকৌশলী সোহেল আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি প্রতিবেদক এর সাথে দম্ভোক্তি দিয়ে কথা বলেন। এতে তার বেপরোয়া মনোভাব প্রকাশ পায়। দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকায় শেখ সোহেল আহমেদের অনিয়মের মাধ্যমে আয় বহির্ভূত সম্পদ(হাউজ-১৩/২,ফ্ল্যাট নং-বি ২,রোড-৪/এ) এবং (গাড়ি নংঃ ঢাকা মেট্রো -চ
১৯২২৬২) অর্জন সংবলিত প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পরে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং সড়ক ও সেতু সচিবের দৃষ্টিগোচর হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেন। সওজের অন্যান্য সৎ ও মেধাবী প্রকৌশলীরা আশাবাদ ব্যক্ত করেন প্রধান প্রকৌশলী এবং মন্ত্রণালয় অবশ্যই অভিযোগ গুলোর সুষ্ঠ তদন্ত করবেন।