ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার নেতাকর্মী হত্যার প্রতিবাদের আজ সোমবার সংগঠনটির ডাকে খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ চলছে।
সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের কারণে আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। বিভিন্ন সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে অবরোধের সমর্থনে কোনো পিকেটিং নজরে আসেনি।
এর আগে সংগঠনের চার নেতাকে হত্যার প্রতিবাদে রোববার (১৭ ডিসেম্বর) খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের ডাকে দিনব্যাপী সাধারণ ধর্মঘট পালিত হয়। এ ছাড়াও হত্যাকাণ্ডের প্রতিবাদে গত ১৫ ডিসেম্বর থেকে মাসব্যাপী পানছড়ি বাজার বর্জন কর্মসূচি পালন করে ইউপিডিএফ প্রসীত গ্রুপ। ফলে পানছড়ি বাজারে আসছেন না পাহাড়িরা।