1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

সড়ক ও জনপথ অধিদপ্তরের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ঠিকাদার সমন্বয় কমিটির ১০ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ঘুষ বাণিজ্য ও দুর্নীতি বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছে অধিদপ্তরের ক্ষতিগ্রস্ত ঠিকাদার সমন্বয় কমিটি। গতকাল রবিবার দুপুরে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয় এই সমন্বয় কমিটি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলমান কাজ বন্ধ রাখা এবং ৩ কর্ম দিবসের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোন অগ্রগতি দেখা না হলে চতুর্থ কার্যদিবস থেকে সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালন করবে বলে হুশিয়ারি দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্ষতিগ্রস্ত ঠিকাদার সমন্বয় কমিটি।
দেশের ৪৭টি পেশাদার ঠিকাদার কোম্পানি এই সমন্বয় কমিটির সদস্য। এর মধ্যে উল্লেখযোগ্য
Reliable Builders Ltd., National Development Engineering Ltd, M/S Saleh Ahmed, Masud Hi-Tech Engineering Ltd., Sagar Info Builders Ltd., J Enterprise, M/S. M.A. ENGINEERING, Hassan Techno Builders Ltd., Muhammad Aminul Haque (Pvt.) Ltd, M/S ZAMAN ENTERPRISE, MD. MOYENUDDIN (BASHI) LIMITED , Rana Builders (Pvt.) Ltd., M/S. AL-AMIN TRADERS , M/S. Hasmat & Brothers, M/S Bhuiyan Construction, M/S. Mir Brothers, Concrete & Steel Technologies Ltd, M/S. Karim & Co., M/s. Sardar Enterprise, BHAWAL ENGINEERS & CONSTRUCTION LTD, MD. KHURSHADUZZAMAN, Nabarun Traders Limited, MOZAHAR ENTERPRISE (PVT.) LTD., Muhammad Aminul Haque (Pvt.) Ltd, Muhammad Aminul Haque (Pvt.) Ltd, Noor-Zaman Engineering Foundation, Western Engineering ( Pvt.) Ltd, M/S. Selim & Brothers, Masud Steel Design BD.LTD., Spark Vision Limited, Spark Vision Limited, M/s. AB Construction, Abed monsur constructions,Taher Brothers Ltd., MA Zaher Limited ,Toma Construction & Co. Limited , Abdul Monem Ltd, M/S Riasat & Brothers, Mohammed Eunus & Brothers (Pvt.) Ltd., S.H.K Construction (Pvt) Ltd, M/S. THE ENGINEERS SYNDICATE, S. Ananta Bikash Tripura Limited, Mr. U.T.Mong, M/S SOIL & FOUNDATION ENGINEERS, S. Ananta Bikash Tripura Limited.
স্মারকলিপিতে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তর দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। কিন্তু কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন ভাবে এই খাতকে ক্ষতিগ্রস্ত করছে। ১০ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তরকে আদর্শ ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
তাদের দাবিগুলো হলো- সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ঘুষ ও দুর্নীতি বন্ধ করা; দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের অপসারণ; আওয়ামী সরকারের ঘনিষ্ঠ ঠিকাদারদেরকে অনৈতিক সুবিধা দেয়ার জন্য অযৌক্তিকভাবে অভিজ্ঞ ঠিকাদারদের বিরুদ্ধে নেয়া বে-আইনিভাবে অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্ত বাতিল করা; সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ বঙ্গবন্ধু ইঞ্জিনিয়ারিং পরিষদ নেতা পকিউরমেন্ট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদকে (ম্যাক আজাদ) অপসারণ; গত এক বছর যাবত শুদ্ধি অভিযানের নামে যে অশুদ্ধি অভিযান চলেছে তা বাতিল করা; কোন দলীয় ক্ষমতা বা দুর্নীতির মাধ্যমে কাজ নিয়ে কোন রকম বৈষম্য না করে যোগ্যতার ভিত্তিতে কাজ দিতে হবে; জিওবি ফান্ড টেন্ডার এ প্রাইস এডজাস্টমেন্ট পদ্ধতি চালু করা; গত এক বছরে প্রায় ৪৭ জন প্রতিষ্ঠিত ঠিকাদারকে বেআইনিভাবে অযোগ্য ঘোষণা করে বিগত সরকারের ঘনিষ্ঠদের কাজ দেয়ার জন্য পিপিআর-২০০৮ এর শর্ত শিথিল করে যে কাজ দেয়া হয়েছে তা বাতিল করা। কারণ সেই কাজগুলোতে কোন প্রতিযোগিতা না থাকায় সরকারের অনেক বেশি অর্থ লোপাট হয়েছে এছাড়া ‘সিমিলার নেচার/স্পেসিফিক অভিজ্ঞতার সার্টিফিকেট’ একটির জায়গায় তিনটি ছোট সার্টিফিকেট দিয়ে শর্ত পূরণ করা যা দরপত্রের পিপিআর-২০০৮ এর শর্তের বাইরে এবং বর্তমানে আহ্বান করা চলমান দরপত্র জরুরি ভিত্তিতে স্থগিত করতে হবে, কেননা পিপিআর-২০০৮ শর্ত ভঙ্গ করে কোন দলপত্র আহবান করা যাবে না; এবং ওটিএম টেন্ডারের ক্ষেত্রে পয়েন্ট পদ্ধতি বাতিল করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি