লক্ষ্মীপুরঃ জেলাবাসিকে সুচিকিৎসা নিশ্চিত করতে আজ লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৩ বেডের আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২এপ্রিল) বিকালে আইসিইউ ৩ বেডের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফ্ফারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
এসময় জেলা সিভিল সার্জন ডা: আবদুর গফ্ফার বলেন, দীর্ঘদিন ধরে জেলা সদর হাসপাতালসহ অন্য কোন হাসপাতালে আইসিইউ বেড না থাকায় করোনা আক্রান্ত রোগীদের নিয়ে চরম দূর্ভোগের মধ্যে পড়তে হয়েছে।
ইতিমধ্যে ৭টি বেডের বরাদ্ধ পাওয়া গেছে। এখন তিনটি বেডে স্থাপন করা হয়েছে। অন্য আইসিইউ বেডগুলো স্থাপন করা হবে। এ আইসিইউ বেড স্থাপনের মাধ্যমে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের এখন আর কোন সমস্যা হবেনা বলে জানান তিনি।