সন্ধ্যার পর ভোট গণনা শুরু হলে জিন-ভূতসহ যা কিছু আছে সব দেখা যায় বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ।
রোববার (১২ জুন) সাবেক সিইসি, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে তিনি এ কথা বলেন।
আব্দুর রউফ বলেন, আপনারা যদি কোনো পরিবর্তন করতে না সাহস না করেন, তাহলে প্রতি ৫০০ জনের জন্য ১টি পোলিং স্টেশন তৈরি করুন। এতে ১২টার মধ্যে ভোট শেষ হবে। দিনে দিনে ভোট গণনা শেষ করতে পারবেন।
তিনি বলেন, সন্ধ্যার পর ভোট গণনা শুরু হওয়া সবচেয়ে খারাপ। সন্ধ্যার পর জিন, ভূত যা কিছু আছে সব দেখা যায়। বাতি নিভতে শুরু করলে শুরু হয় তাদের আনাগোনা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় সাবেক কমিশন সদস্য ছাড়াও একাধিক সাবেক সচিব ও সাবেক ইসি কর্মকর্তারা অংশ নেন।
সভায় সাবেক সিইসি, ইসি ও ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ ২৮ জনকে আমন্ত্রণ জানানো হয়। তাদের মধ্যে মাত্র ১০ জন অংশ নেন।