দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়াশিল্প খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের। কোম্পানিটির অক্টোবর থেকে ডিসেম্বর ২০২০ অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, ১৯৯৮ সালে তালিকাভুক্ত কোম্পানিটির (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫ পয়সা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে তিন পয়সা। যা শতাংশের হারে কমেছে ৬০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিক অর্থাৎ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৪ পয়সা। সেই হিসেবে কোম্পানিটির লোকসান কমেছে ৩ পয়সা। যা শতাংশের হিসেবে কমেছে ৭৫ শতাংশ।
৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সায়। ২০০৯ সালে কোম্পানি শেয়াহোল্ডারদের সর্বশেষ ২ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে।