আরও একটি বিস্ময় উপহার দিতে যাচ্ছেন লিওনেল মেসি। ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে একত্রিত হচ্ছেন এই মহাতারকা।
কেননা আর্জেন্টাইন অধিনায়কের বার্সেলোনা ছাড়ার ঘোষণার পর থেকেই তাকে পেতে উঠেপড়ে লেগেছে পিএসজি। এমনটি জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
জানা যায় মেসিকে দলে ভেড়াতে নিজেদের সর্বোচ্চটাই দিতে যাচ্ছে পিএসজি। আর ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ রানারআপদের হয়েও খেলার ব্যাপারে আশাবাদী খোদ মেসি।
এল’ইকুইপের বরাতে বলা হয়, মেসির সঙ্গে ৩ বছরের চুক্তি করতে প্রস্তুতি নিয়ে রেখেছে পিএসজি। যদিও শেষ এক বছর অপশনাল হিসেবে ধরে রেখেছে তারা। যেখানে বার্ষিক ৪০ মিলিয়ন ইউরো আয় করবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। যা বর্তমানে দলটির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নেইমারের চেয়ে ৫ মিলিয়ন বেশি।
সংবাদমাধ্যমে আরও বলা হয়, রোববারের মধ্যেই পিএসজি ও মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন হবে।