এস এম আলমগীর চাঁদ ( পাবনা জেলা প্রতিনিধি ): পাবনার সাঁথিয়ায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (০১ জুন) সকাল ১১ টার দিকে সাঁথিয়া জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাভোকেট শামসুল হক টুকু।
তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায আজ ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, যার সুফল ছাত্র-ছাত্রী রা ভোগ করছে । তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান যেন জঙ্গিবাদ তৈরীর কারখানা এবং মাদকের স্পট না হয় সেই লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল রানা খোকন, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল হক স্বপন, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা সহ সংবর্ধনা অনুষ্ঠানে আগত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ ও সংবাদ কর্মীগন উপস্থিত ছিলেন।
উপজেলায় ৬৯ টি বিদ্যালয়ের ৩’শ ৭২ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। ৩’শ ৩৮ জন মাধ্যমিক , ৩১ জন মাদ্রাসা ও ০৩ জন কারিগরির মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জিপিএ ৫ পেয়েছে।