সঞ্জয় বড়ুয়া, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন বিএনপির রাজনীতি সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতি জন্য।’ সাংবাদিকদের উদ্দোশ্যই তিনি বলেন ‘রাউজানে যারা সাংবাদিক রয়েছে, তাদের মানুষের প্রতি দায়িত্ব রয়েছে। তাদের কাজ হবে মানুষ নীপিড়ীত হলে তা তুলে ধরা। সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের কাযক্রম করবে। অন্যায়, অবিচারের প্রতিবাদ করবে। প্রয়োজনে আমাকে যেকোন সমস্যা জানাবেন। তিনি ১৪ আগষ্ট বুধবার রাতে রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরাম হোসেন, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সভাপতি সরওয়ার উদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দীন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবি, অর্থ সম্পাদক কে.এম বাহাউদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, আইন বিষয়ক সম্পাদক এ.কে বাবর, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, সদস্য মিলন বড়ুয়া, মোক্তার হোসেন প্রমুখ।