সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইউএনবির বিশেষ প্রতিবেদক এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সহসভাপতি।
ডিআরইউর বিবৃতি
বুধবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মইনুল আহসান ইউএনবি সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, “সাংবাদিক সমাজ শুরু থেকেই বলে আসছে যে ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি। সাংবাদিকেরা এই আইনের অপব্যবহারের শিকার হচ্ছেন”।
তাঁরা অবিলম্বে ডিএসএ বাতিলের দাবি জানান।
ক্র্যাবের বিবৃতি
মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
বুধবার ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। হয়রানির উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
এক বিবৃতিতে তারা বলেন, “মামলা অবিলম্বে প্রত্যাহার করা উচিত”।