আমিনুল ইসলামঃ কোটা আন্দোলনকে ঘিরে রাজধানী সহ সারাদেশে সাংবাদিক হতাহত, গণমাধ্যমের গাড়ি ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেয়াসহ নজিরবিহীন যে বর্বরতা চালানো হয়েছে তার কঠিন প্রতিবাদ এবং ঢাকা টাইমস এর সিনিয়র সাংবাদিক হাসান মেহেদী, ফটোসাংবাদিক তৌহিদ জামান প্রিয়, নয়া দিগন্তের এটিএম তুরাব ও দৈনিক ভোরের আওয়াজের গাজীপুরের প্রতিনিধি মোঃ শাকিল হোসেন -এর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে আজ ৩১ জুলাই, বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সাধারণ সাংবাদিক সমাজ।
এ সময় সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দেশের খ্যাতনামা সাংবাদিক সাইদুর রহমান রিমন, সুরমা আলম প্রমূখ, মানববন্ধনে অংশগ্রহণ করেন ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সাংবাদিক সংগঠন। বক্তব্যকালে বক্তারা সাংবাদিকদের নির্বিচারে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে এবং সাংবাদিকদের পাশে থাকার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উদার্ত আহ্বান রাখেন। নিহত সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেন।