1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

সাউথ কোরিয়ায় ডোংআ ইউনিভার্সিটিতে শরীফ খান বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল এর নতুন সভাপতি নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মোঃআনজার শাহ: বাংলাদেশী ছাত্রদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সাউথ কোরিয়ার ডোংআ ইউনিভার্সিটির বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল এর নবনির্বাচিত প্রেসিডেন্ট হন ছাত্র নেতা শরীফ খান। ভাইস-প্রেসিডেন্ট একে আজাদ এবং সরওয়ার জাহান সেক্রেটারী পদে নির্বাচিত হন। বন্দরনগরী বুসান এর বাংলা কুইজিনে ইফতারের পর আজ এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গ্রাজুয়েটদের সংবর্ধনার পাশাপাশি নবীনদের বরন করে নিয়েছেন নতুন কমিটি।

১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হওয়া ডোংআ ইউনিভার্সিটিতে গত ১৭ বছর ধরে বাংলাদেশী স্টুডেন্টরা পড়াশোনা করলেও ২০২৩ সালের শেষের দিকে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হয়। গঠিত হওয়ার পর থেকে এই কাউন্সিল কোরিয়ায় বাংলাদেশী কালচারকে প্রমোট করা সহ ভার্সিটির বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করে থাকে। স্টুডেন্টদের বিভিন্ন সমস্যা ও সুযোগ সুবিধার ব্যাপারে ইন্টারন্যাশনাল এ্যাপেয়ার্স অফিসের সাথে সমন্বয় করে এই কাউন্সিল।

শরীফ খান(সভাপতি) বলেন, গত দেড় যুগ ধরে বাংলাদেশে ফ্যাসীবাদী পরিবেশে বেড়ে উঠলেও কোরিয়ায় ডোংআ ইউনিভার্সিটিতে পরিপূর্ণ গনতান্ত্রিক চর্চার মাধ্যমে এই নির্বাচন হয়েছে। তিনি আরো বলেন, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং গণতন্ত্রের শিক্ষা লাভের পাশাপাশি ভবিষ্যৎ সুযোগ্য দেশনেতা হিসেবে গড়ে ওঠার গুণাবলি অর্জন করবে এবং বিশ্ব নেতৃত্বে অবদান রাখার সুযোগ পাবে।

ভাইস প্রেসিডেন্ট আজাদ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন। সেক্রেটারীর পূর্ন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন সরওয়ার জাহান।
এছাড়াও বক্তব্য রাখেন উপদেষ্টা প্যানেলের শাহরিয়ার শুভ্র, আহমেদ এমডি রুমেল, নিলয়, আশিকুর রহমান, নাইম। খাইরুল ইসলাম রনি, নারী নেত্রী ফারিহা নওশিন মীম ও হাসিবুর রহমান। নবীনদের পক্ষ থেকে আশিকুর রহমান ইফতি তার বক্তব্য তুলে ধরেন।
ইন্টারন্যাশনাল এফেয়ার্স অফিস প্রতিনিধি মিসেস জা-ই নবনির্বাচিত কমিটিকে বরন করে নেন।এবং পূর্বে দেওয়া তাদের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি