অতিরিক্ত বদমেজাজী আত্ম-অহংকারী হয়ে সাকিব ঘরোয়া মাঠকে পাত্তাই দেয় না। ক্রিকেটে তার সাফল্য আছে, এ সাফল্যের পেছনে সাপোর্টসহ অর্থের যোগান দিয়েছে দেশের ১৭ কোটি মানুষ। এই ক্রিকেটকে নিয়ে সাকিবের ব্যক্তিগত অর্জন অনেক। কোটি কোটি টাকার মালিক। ধন-সম্পদ প্রাচুর্য্য অনেক কিন্তু তার একের পর এক ঘটে যাওয়া অনাকাঙ্খিত আচরণ সবাইকে হতবাক করেছে। বিস্মিত হয়েছে ক্রিকেট বিশ্ব। সাকিবের এবারের অপরাধ ও আগের অপরাধগুলো যোগ করে ব্যবস্থা নিতে হবে বলে ক্রীড়াবিদরা মনে করেন।
উল্লেখ্য যে, শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে জমজমাট আবাহনী-মোহামেডান ম্যাচ চলাকালীন সময়ে, আম্পায়ারের সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় প্রথমে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে দেন সাকিব। এর পরের ওভারে তিনটি স্ট্যাম্পই তুলে সজোরে মাটিতে আছড়ে ফেলেন তিনি। যা নিয়ে বিকেল থেকেই চলছে আলোচনা-সমালোচনা।