মোহাম্মদ নুরুল আজম সিকদার: বৃহত্তর সাতকানিয়া উপজেলা টি চট্টগ্রামের সর্ব দক্ষিণের অঞ্চলের নাম। অতিরিক্ত তাপদাহের সাতকানিয়া উপজেলার সর্বস্থরের জনসাধারণ অতিষ্ঠ হয়ে পড়েছে। তার সাথে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাটও , বিদ্যুৎ সমস্যা নিয়ে চট্টগ্রাম পল্লিবিদ্যুৎ সমিতি ১ এর সাতকানিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ইব্রাহীমের সাথে সরাসরি কথা বলে জানা যায় সাতকানিয়াতে ৭৫ হাজার গ্ৰাহক রয়েছে, তাদের বিদ্যুৎ সেবা প্রদানের জন্য ২০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন , সেই ক্ষেত্রে ৮ থেকে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কারণে গ্ৰাহক সেবা কার্যক্রম ব্যাহত হয়েছিল। বর্তমানে ক্রমান্বয়ে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে বিদায় যথাসম্ভব খুব কম সময়ে সরকার বিদ্যুৎ সমস্যা সমাধানে আন্তরিক বলে জানান ডিজিএম ইব্রাহিম।
মোহাম্মদ নুরুল আজম সিকদার স্টাফরিপোর্টার চট্টগ্রাম দক্ষিণ জেলা।