সাদুল্লাপুর : গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ আওয়ামী লীগের পৃথকভাবে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পাবলিক লাইব্রেরি চত্বরে ২৩ জুন দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।এ -সময় উভয় কর্মসূচিতে সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ৯. ১৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ দেশ ওজাতির মঙ্গল কামনায় দোয়া।৯.৩০ মিনিটে বঙ্গবন্ধুর ভাষন প্রচার। বিকাল ৩ টায় দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে কেক কেটে শোভা যাত্রা শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের কার্য্যালয়ের শহীদ মিনার চত্বরে ভারপ্রাপ্ত সভাপতি অবসর প্রাপ্ত অধ্যক্ষ জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃউম্মে কুলসুম স্মৃতি।
এ-সময় দলীয় কার্য্যালয় কেকে কাটার পর একটি আনন্দ র্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারে আলোচনায় মিলিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন,গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বনও পরিবেশ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান,বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতা কর্মীরা।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহরিয়ার খাঁন বিপ্লব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহ সভাপতি আবদুল জলিল জিল্লুর খন্দকার, সাংগঠনিক মিন্টু, এসটি রুহুল আমিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আলাদাভাবে প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে।