গাইবান্ধার সাদুল্লাপুরের করোনা ভাইরাসের গনটিকা দান কর্মসূচীর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছে ৯০ শতাংশ জনগন।
সাদুল্লাপুরের ১১ টি ইউনিয়নে করোনা ভাইরাসের গনটিকা দান কর্মসূচি আওতায় গত আগষ্ট মাসে প্রথম ডোজ টিকা গ্রহণ করে ৬ হাজার ৩ শত ৫৮ জন।
তার মধ্যে আজ ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে ৫ হাজার ৬ শত ৯০ জন। টিকা গ্রহণের হার ৯০ শতাংশ। বাকী ১০ শতাংশ (৬ শত ৬৮ জন)বিভিন্ন কারণে টিকা গ্রহণ করতে পারেনি।
৭ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে চলে বিকাল ৩ টা পর্যন্ত চলে।
আজ যারা টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারেনি তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে টিকা গ্রহণ করতে পারবেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার।
জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে অনেকটা সফল হয়েছে করোনা ভাইরাসের গন
টিকাদান কর্মসূচি।
সফলতার অর্জন সম্পর্কে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শাহীনুল ইসলাম মন্ডল বলেন, সকলের সার্বিক সহযোগিতায় আমরা লক্ষ্যমাত্রার কাছাকাছি যেতে পেরেছি।