বিশেষ প্রতিনিধি গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্লাপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ৩২ ফিল্ড রেজিমেন্টে আর্টিলারি মেজর মোঃ তবিবুর রহমানের তত্ত্বাবধানে সাদুল্লাপুর সরকারি কলেজ মাঠে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন- বিগ্রেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেন এএফডব্লিওসি পিএসসি জি, সিও লেঃ কর্ণেল আশরাফুল হক পিএসসি জি।
এখানে গাইনী বিশেষজ্ঞ ক্যাপ্টেন মৌতুসী, শিশু রোগ বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোসাদ্দেক, মেডিসিন বিশেষজ্ঞ মেজর রেজওয়ান স্বাস্থ্য বিধি মেনে রোগীদের সেবা প্রদান করেন। অসহায় হতদরিদ্র, দরিদ্র রোগীদের দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসাপত্র ও ঔষধ দেওয়া হয়।
ফ্রী ক্যাম্প পরিদর্শন করেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, সাদুল্লাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুল ইসলাম মন্ডল, সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান বলেন- এখানে সকাল হতে সুষ্ঠু পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে এলাকার বিভিন্ন রোগীদের সেবা দিচ্ছেন। আমি আশা করব এরপরেও যেন সাদুল্লাপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়।