1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

সাবেক এমপি রমেশ চন্দ্র সেন কারাগারে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারিক রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন।

শুক্রবার (১৬ আগস্ট) পৌর শহরের রিপন ওরফে বাবু বাদী হয়ে রমেশ চন্দ্র সেনসহ ৪০ জনের নামে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ছাত্র আন্দোলন দমনে হত্যার উদ্দেশ্যে তাদের মারপিটসহ গুরুতর রক্তাক্ত জখম করাসহ ১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪সহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ০৩ ধারা মোতাবেক সাবেক পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও ১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে পুলিশ হেডকোয়ার্টাস ঢাকার একটি বিশেষ টিম গ্রেপ্তারপূর্বক ঠাকুরগাঁও সদর থানা পুলিশ হেফাজতে নিয়ে আসে।

পরেরদিন শনিবার তাকে সদর থানা থেকে নিয়ে এসে কোর্টে তুলে ঠাকুরগাঁও কারাগারে প্রেরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি