শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর )সকালে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি আবদুল কাদির নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বড় বোনের স্বামী।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ূম খাঁন ।
মামলা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বদিউজ্জামান নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় তার স্ত্রী আদুরী খাতুন বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর সদর মডেল থানায় মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমানসহ ৩৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এ মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল কাদিরকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।