২৪ এপ্রিল ২০২১ইং রানা প্লাজা ধ্বসের ৮ম বার্ষিকী। ২০১৩ সালের এই দিনে সাভারে ভবন মালিকের খামখেয়ালীতে ভবন ধ্বসে এক হাজার একশত পঁয়ত্রিশ জন শ্রমিক নির্মমভাবে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আহত ও পঙ্গুত্ববরণ করেন অসংখ্য শ্রমিক।
জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে রানা প্লাজা দুর্ঘটনার ৮ম বার্ষিকীতে রাজধানীর জুরাইন কবরস্থানে নিহত শ্রমিকদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সফিউল আলম বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গণি রাজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও জাতীয় শ্রমিক লীগ সাভার আঞ্চলিক শাখার সভাপতি এ্যাড. আব্দুল আউয়াল এর নেতৃত্বে সাভারের নেতৃবৃন্দ ঘটনাস্থলে অবস্থিত রানা প্লাজা বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন ।