1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

সালমানের টাইগার থ্রির টিজার নিয়ে যা বললেন শাহরুখ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

‘টাইগার থ্রি’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই ‘জাওয়ান’ কানেকশন খুঁজে পেয়েছে নেটিজেনরা। এবার সালমান খানের হয়ে গলা ফাটালেন শাহরুখ খান। দুই খানের বন্ধুত্বের কথা বলিউড ইন্ডাস্ট্রি থেকে অনুরাগীমহলের সবারই জানা। এবার টাইগার থ্রির হয়ে গলা ফাটালেন বলিউড কিং শাহরুখ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শুটের অবসরে এক্স হ্যান্ডেলে প্রশ্নত্তোর পর্ব করেন শাহরুখ। সেখানেই ভক্তরা টাইগার থ্রির প্রথম ঝলক টিজার নিয়ে কিং খানের প্রতিক্রিয়া জানতে চান। নজর এড়ায়নি তার। জওয়ান-এর হাজার কোটির ক্লাবে প্রবেশের উদযাপনের মাঝেই সালমানের আগামী সিনেমার প্রচার করলেন শাহরুখ।

টাইগার থ্রির টিজারের ব্যাপারে তিনি বলেন, এটা তো টিজার শুধুমাত্র। টাইগার… পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত… এটা দুর্ধর্ষ সিনেমা হতে চলেছে।

আরেক স্ট্যাটাসে শাহরুখ বলেন, ভাই ভাই-ই হয়… টাইগার থ্রির ঝলক দারুণ লেগেছে।

প্রসঙ্গত, টাইগার থ্রির টিজারের জন্য বছরখানেক ধরেই অধীর আগ্রহে ছিলেন ভক্তরা। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। এদিকে, টিজার রিলিজ করেই যেন দিওয়ালির বক্স অফিসে দামামা বাজানোর ঘোষণা দিলেন সালমান। অন্যদিকে, একঝলক টিজার দেখেই ‘ভাইজান’ ভক্তরা ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন যে, শাহরুখের ব্লকবাস্টার দুই সিনেমা পাঠান ও জাওয়ানের হাজার কোটির রেকর্ডও ভেঙে ফেলবেন সালমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি