রাজধানীর সায়দাবাদ করাতিটোলা এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তারা দগ্ধ হন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
আগুনে দগ্ধদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- রাজু মিয়া (৬০), শাহজাহান (৫৪) ও জয়নাল মিয়া (৬১)। তাদের শরীরের ৩০ থেকে ৫৪ শতাংশ দগ্ধ হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, রাজুর শরীরের ১৭ শতাংশ, শাহজাহানের ৪৫ ও জয়নালের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিন জনকেই আইসিইউতে নেওয়া হয়েছে।
যাত্রাবাড়ি থানার ডিউটি অফিসার (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের ঘটনা ঘটেছে। আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দগ্ধরা হাসপাতালে ভর্তি রয়েছেন।