1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

এবার সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। শুক্রবার (২৭ অক্টোবর) থেকে সিঙ্গাপুরের দুটি সিনেমা হলে চলবে সিনেমাটি। জানা যায়, সিঙ্গাপুরের গোল্ডেন মাইল কমপ্লেক্সের কার্নিভাল সিনেমা হল ও সিটি স্কয়ার মলের গোল্ডেন ভিলেজ সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি।
সিঙ্গাপুরে সিনেমাটির পরিবেশনার দায়িত্বে আছে রাদুগা প্রোডাকশন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও অমিতাভ নাগ এক সংবাদমাধ্যকে বলেন, ‘আমরা ছবিটির মুক্তির বিষয়ে সব প্রস্তুতি শেষ করেছি। দুটি সিনেমা হলে প্রতিদিন দুটি করে শো রাখা হয়েছে। আমাদের বিশ্বাস এখানে বাংলাদেশী প্রসাবী যারা আছেন তারা তো বটেই অনেক বিদেশীও সিনেমাটিও দেখবেন।’
তিনি জানান, আগামী ২ নভেম্বর পর্যন্ত সিনেমাটি ওই দুটি সিনেমা হলে চলবে।
এদিকে গেল শুক্রবার ১৫৩ টি হলে বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। তারই ধারাবাহিকতায় আগামীকাল ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।
আরও অভিনয় করেছেন, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি