ঢাকা উত্তর সিটি করপোরেশনের যে কোন সেবা নিতে হলে পহেলা মার্চ থেকে অন্তত ১ ডোজ করোনার টিকার সনদ দেখাতে হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে চলমান গণটিকা কর্মসূচি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, নতুন ট্রেড লাইসেন্স নিতে বা নবায়ন করতে, হোল্ডিং ট্যাক্স, জন্মসনদসহ সিটি করপোরেশনের সব সেবা নিতে টিকার সনদ দেখাতে হবে। গণটিকাদান কর্মসূচি ২৩, ২৪ ও ২৬শে ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও আগামীকালও উত্তরের সব টিকাকেন্দ্র খোলা রাখার নির্দেশ দেন মেয়র। যাদের টিকার নিবন্ধন করা নেই তারাও গণটিকাকেন্দ্রগুলোতে টিকা নিতে পারবেন বলে জানান তিনি।
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি উত্তরের ৪৮৪টি কেন্দ্রে টিকা দেয়া হবে। প্রত্যেক কেন্দ্রে ১৮ বছরের কম বয়সীদের জন্য আলাদা বুথ থাকবে।