রাকিব হাসান সাগর: আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ ফায়ার ইউনিটের ৬ জনের একটি দল তীব্র গরম ও তাপাদহের জন্য পথচারী ও তৃষ্ণার্ত মানুষদের মাঝে তোকমা দানা ইসুবগুলের ভুষি বিশুদ্ধ পানি দিয়ে শরবত পরিবেশন করেন। সিদ্ধিরগঞ্জ সিনিয়র স্টেশন অফিসার মোঃ মিরন মিয়া জানান আমরা আদমজি ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ফায়ার স্টেশন পক্ষ থেকে আমরা শরবত বিতরণের উদ্যোগ গ্রহণ করি, আসলেই আমাদের কাজ টা হচ্ছে মানবিক আমরা সব সময় চেষ্টা করি সাধারণ জন মানুষের জান মালের নিরাপত্তা দিতে আমাদের ফায়ার সার্ভিস ডিফেন্স একটা সেবামূলক প্রতিষ্ঠান মানুষকে সেবা দেয়া আমাদের কাজ, এই তীব্র গরমে দিন মজুর, রিকশাচালক অটোচালক বাস চালক, ও পথচারী জারা বাইরে কাজ করেন তাদের অবস্থা গরমে নাজেহাল, তাদের কথা চিন্তা করে ঠান্ডা পানীয় শরবতের ব্যবস্থা করেছি জেন তাদের তীব্র গরমে কষ্টটা কিঞ্চিত হলেও আমরা কমাতে পারি। আমরা যে শরবতটা পরিবেশন করছি তার উপকরণ হচ্ছে লেবু ইসুবগুলের ভুষি ও ট্যাংক আর বিশুদ্ধ পানি ও সাথে বরফ ঠান্ডার জন্য। শরবত বিতরণের কর্মসূচি আমাদের ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের অধিদপ্তর থেকে সব সময় চালু আছে আজকে সিদ্ধিগঞ্জ পোল এ করছি কালকে হয়তো সোনা মিয়া মার্কেট করব তারপরের দিন হয়তো অন্য এক জায়গায় করব এভাবে আমরা ধারাবাহিকভাবে শরবত বিতরণ করে যাব। আমাদের এই শরবত বিতরণ পরিচালনার দায়িত্বে আছেন উপসহকারী পরিচালক জনাব ফখরুদ্দিন আহমেদ সার।