শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না স্টাফ রিপোর্টার: ২৪ শে অক্টোবর রোজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মোহাম্মদ রাজ্জাক হোসেনের নেতৃত্বে তরিকায়ে মাইজভান্ডারীয়ার বৈশ্বিক রুপধানকারী শায়খুল ইসলাম হুজুর ওয়ারা আল্লাহমা শাহ্সূফী সৈয়দ মঈনুদ্দীন আহম্মদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী কাদ্দাছাললাহু ছিররাহুল আজিজ কেবলা কাবার মুরীদগন ও আশেকগন এবং ভক্তবৃন্দের অংশ গ্রহনে এ ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। দেশ ও জাতীর কল্যানে দোয়া মোনাজাত করা হয়। উক্ত ওরশ মোবারক আরও উপস্থিত ছিলেন
মিসেস সাহারা ভান্ডারী, মোহাম্মদ আলী দেওয়ান, মোহাম্মদ তোতা ভান্ডারী,মোহাম্মদ মান্নান ভান্ডারী,মোহাম্মদ আমির হোসেন ভান্ডারী, মোহাম্মদ নুর নবী ভান্ডারী সহ অসংখ্য মুরীদগন ও আশেকবৃন্দ এবং ভক্ত বৃন্দ।