1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

সিলেটে খতমে নবুওয়াত মহাসম্মেলন ও সিরাত মাহফিল ২০২৪ সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

নাসীর উদ্দিন: খতমে নবুওয়াত সংরক্ষণ সিলেট জেলা কমিটির উদ্যোগে খতমে নবুওয়াত মহাসম্মেলন ও সিরাত মাহফিল সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ ই নভেম্বর ) বাদ জোহর থেকে রাত ১০ টা পযর্ন্ত এ খতমে নবুওয়াত মহাসম্মেলন ও সিরাত মাহফিল সিলেট মহানগরীর আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিলেট জেলা শাখার সভাপতি শায়খুল হাদীস সফিকুল হক সুরইঘাটীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমী, হাফিজ শরিফ উদ্দিন ও প্রচার সচিব হাফিজ মাওলানা শাহিদ হাতিমীর যৌথ পরিচালনায়

অনুষ্ঠিত মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় আমীর মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, টাঙ্গাইল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা মুফতি ইলিয়াস গুম্মান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শায়খুল হাদীস মাওলানা মাওলানা নুরুল ইসলাম খাঁন সুনামগঞ্জী, মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মাওলানা আব্দুল বাছির সুনামগঞ্জী মাওলানা মজদুদ্দীন মুহতামীম ভার্থখলা সিলেট, শায়খুল হাদীস মাওলানা নুরুল হুদা সিলেট, শায়খুল হাদীস মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ী মুহতামিম জামেয়া কাসিমুল উলুম দরগাহ সিলেট, মাওলানা শায়খ আব্দুস সোবহান মুহতামিম কাজির বাজার সিলেট, মুফতি মাওলা ওলীউর রহমান মুহতামিম দারুসসালাম খাসদবির সিলেট, মাওলানা শায়খ হেলাল আহমদ মুহতামিম হরিপুর বাজার মাদ্রাসা সিলেট, মাওলানা রেজাউল করিম জালালী মুহতামিম প্রতিষ্ঠা মুহতামিম জামেয়া জালালিয়া সোনাসার, মাওলানা মুস্তাক আহমদ খান মুহতামিম ধনকান্দী মাদ্রাসা। সহ দেশের নবীন ও প্রবীণ উলামে কেরামগণ বক্তব্য রাখেন।

মহাসম্মেলন থেকে ১০ দফা দাবি ঘোষণা করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। ঘোষণাপত্র পাঠ করেন মাওলানা সৈয়দ সালিম কাসিমী।

উপস্থাপিত ১০ দফা দাবিতে উল্লেখ করা হয়- আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানীরা মুসলমান নয়; বরং ভিন্ন ধর্মের অনুসারী। তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদের ধর্মীয়স্থান ও পরিভাষা ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে নিয়মিত। আর কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, ফৌজদারী দ-বিধি আইনের ২৯৫-২৯৮ ধারায় সংবিধান পরিপন্থী। সরকারের কর্তব্য হল, অনতিবিলম্বে আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে সাংবিধানিক দায়িত্ব পালন করা। তাই, এই মহাসম্মেলন বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল অস্বীকারকারী আহমদিয়া মুসলিম জামাত (ছদ্মনামধারী) তথা কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জোর দাবী জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি