1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

সিলেটে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত : ১ আহত : ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪

নাসীর উদ্দিন : সিলেটের কানাইঘাটে ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবুল আহমেদ (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (২ মে ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক হলো- উপজেলার দক্ষিণ কুয়রেরমাটি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
আহতরা হলো- একই এলাকার ফাহিম আহমদ (১৭) ও প্রদীপ বিশ্বাস (২০)।

জানা গেছে, দুপুরে বাবুল হাওরে ধান কাটতে যান। এসময় তার সাথে ছিলেন ভাতিজা ফাহিম আহমদ ও প্রদীপ বিশ্বাসসহ আরো দুইজন । হঠাৎ করে প্রচন্ড বজ্রপাত এসে তাদের উপর পড়লে জ্বলসে গিয়ে গুরুত্ব আহত হন তারা। পরে স্থানীয় লোকজন ধানকাটা জমি থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা বাবুলকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি