সিলেটে ভারতীয় অবৈধ চিনিতে সয়লাব হয়ে গেছে। প্রতিদিন আটক হচ্ছে aলক্ষ লক্ষ টাকার অবৈধ চিনি। সিলেট নগরীতে এসএমপি ডিবি পুলিশের অভিযানে বৃহস্পতিবার ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় চিনি সহ ৬ টি ট্রাক আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১১জুলাই ভোরে ডিবি উপপুলিশ কমিশনারের সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টহল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালে নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ভারতীয় চিনি সহ ৬ টি ট্রাক আটক করা হয়। ৬ টি ট্রাকের মধ্যে আনুমানিক এক লক্ষ কেজি ভারতীয় চিনি, প্রতি কেজি ১২০ টাকা দরে আনুমানিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা বলে ধারনা করা হয়েছে। এ সময় পাবনা জেলার সুজানগর থানার আন্দরকুট এলাাকার রহিম প্রামানিকের ছেলে মোঃ হাফিজুর রহমান, রাজশাহী চারঘাট থানার খরেরবাড়ি এলাকার আত্তর আলীর ছেলে মোঃ শিমল হক, নাটোর সদর থানার নারায়ন পাড়ার রমজান আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম, পাবনা জেলার সদর থানার কাজিপাড়া গ্রামের বাদল প্রামানিকের ছেলে রফিক হোসেন, পাবনা সদর থানার কাজিপাড়া মো সিরাজ সিরাইয়ের ছেলে মোঃ হাফিজুর রহমান কে আটক করে গোয়েন্দা পুলিশ। উক্ত বিষয়ে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করেছে বলে নিশ্চিত শাহপরার থানা পুলিশ।