নাসীর উদ্দিন : বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপরে হামলার অভিযোগে ইয়াহিয়ার বিরুদ্ধে গত ২ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা হয়। ঐ মামলায় সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার ( ১২ ই নভেম্বর ) রাত সাড়ে ১২ টার দিকে ঢাকার উত্তরা থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯ ও র্যাব-১।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিউর রহমান সোহেল।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপরে হামলার অভিযোগে গত ২ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা হয় সাবেক এই এমপির বিরুদ্ধে।
ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন।