সীতাকুণ্ড( চট্টগ্রাম) সংবাদদাতাঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের সঙ্গে একটি ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই লাইন ধরে পাহাড়তলী সিজিপিওয়াই ইয়ার্ডে নেওয়া হচ্ছিল সান্টিং ইঞ্জিনটি। পেছন থেকে এটি কর্ণফুলীকে ধাক্কা দেয়। বুধবার (৭ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফৌজদারহাটে স্টেশনের পর ক্যাডেট কলেজের লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে লোকোমাস্টারসহ তিনজন আহত হয়েছেন।আহতরা হলেন— কর্ণফুলী এক্সপ্রেসের লোকোমাস্টার মোহাম্মদ আলী ও সহকারী লোকোমাস্টার নজরুল ইসলাম এবং ইঞ্জিনে থাকা লোকোমাস্টার সবুজ চৌধুরী। এদের মধ্যে সবুজ চৌধুরীকে আহত অবস্থায় এ কে খান আল-আমীন হাসপাতালে নেওয়া হলে চিকিসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
বাকি দুজনকে আগেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সহকর্মী মো. ওমর ফারুক। তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যা ৭টায় ফৌজদারহাট স্টেশন মাস্টারের ক্লিয়ারেন্সের পাওয়ার পর চট্টগ্রামের দিকে যাচ্ছিল কর্ণফুলী এক্সপ্রেস। অন্যদিকে একই লাইনে একটি সান্টিং ইঞ্জিন সিজিপিওয়াই ইয়ার্ডে নেওয়া হচ্ছিল। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে।’চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘কর্ণফুলী এক্সপ্রেসের সঙ্গে সানটিং ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কর্ণফুলীর কমিউটার ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’ এদিকে এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।